দায়িত্ব কাঁধে নেয়া সহজ কথা নয়।
মিশন একটাইঃ কৃষকের হাসি।
ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ বিশ্বাস করে দেশের কৃষির উৎপাদন কমে গেলে সারাদেশের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সমস্যাটি যেন শুধু কৃষকদের থাকে না, সবার মাঝেই ছড়িয়ে পড়ে। দেশের মোট জনসংখ্যার ৭০ ভাগ এবং শ্রমশক্তির ৫৫ ভাগ কোন না কোনভাবে কৃষিতে নিয়োজিত।
এমন অবস্থায় “হাসি” যেন কৃষকের মুখ ছেড়ে না যায়, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ সেই লক্ষ্য নিয়ে সরবরাহ করে যাচ্ছে উন্নত বীজ, কীট-বালাই নাশক, সার ও অন্যান্য কৃষি পন্য। আমাদের ম্যানাজমেন্ট ও দক্ষ কর্মীবাহিনী নানা দক্ষতার এরিয়া থেকে এলেও সবার মাঝে একটি কমন অবজেক্টিভ সেট করে দেয়া হয়। “কোয়ালিটি নিয়ে কোন আপোষ চলবে না, কারন কৃষকের কপালের ভাজের মূল্য অনেক”।
কৃষকের মুখে হাসি ফোটে সোনালি ফসলে
Our Mission
- To maintain proper quality of the product.
- Creating sustainable rural development through quality product and service.
- Ensuring continuous improvement.
- Ensuring safe environment for future generation.
- To maintain comfortable price and sustainable technology.
- Crop protection & environmental concern.
Our Vision
- Providing Eco-friendly solutions for increasing yield and the consistent growth of the nations.
- Bring healthy crop, harvest and smile to life.
Future Plan
- Quality seed production and supply.
- Expanding our territory all over the country.